স্বতন্ত্র প্রার্থীর ফিলিং স্টেশনে ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা

Passenger Voice    |    ১০:৪২ এএম, ২০২৩-১২-১৬


স্বতন্ত্র প্রার্থীর ফিলিং স্টেশনে ভাঙচুর, আগুন দেওয়ার চেষ্টা

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লার ফিলিং স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী মোড়ে হক ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। 

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোরে ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত হক ফিলিং স্টেশনে হামলা চালায়। তারা পাম্পে আগুন দেওয়ার চেষ্টাকালে পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

স্বতন্ত্র প্রার্থী ডা. জিয়াউল হক মোল্লা জানান, ফিলিং স্টেশনে হামলা হয়েছে। ওখানে যাওয়ার পর ক্ষয়ক্ষতি জানতে পারব।

এর আগে ১১ ডিসেম্বর কাহালুর তিনদিঘী বাজারে নির্বাচনী প্রচারণায় গেলে ডা. জিয়াউল হক মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে।

ডা. জিয়াউল হক মোল্লা বিএনপি থেকে বগুড়া-৪ আসনের চারবারের নির্বাচিত সংসদ প্রার্থী ছিলেন। পরবর্তী সময়ে বিএনপির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে বেফাঁস কথা বলায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।


প্যা/ভ/ম